বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩



সরষে ফুলে প্রাণের দোলা

 

শীত কুয়াশার আচ্ছাদনে

হাসে সরষে ফুল,

মন ভোলানো সৌরভে প্রাণ

দুলে উঠে আকুল।

 

নীল দিগন্তের নিচে পাতা

হলুদ দীঘল চাদর,

সেথায় উড়ে মন; পাখিটির

ডানায় করে ভর।

 

চোখ জুড়িয়ে শীতল হয়

মন খুশিতে দোলে,

আসন পেতে বসে কোমল

তৃন-মাতৃ কোলে।

 

ফুলে কাঁচা রোদের ঝিলিক

হেসে কুটি কুটি,

মধু মোহে ভ্রমরের চোখ

বিস্ময় ভ্রুকুটি।

 

পুস্প রাজ্যে আসন কোথা

পায় না খুজে কুল,

 উন্মাদনার নৃত্যে মজে

দিক হারা ভিমরুল।

 

মাথায় গুজে শরষে ফুল

ললনারা নিমন্ত্রণে,

বাসন্তি রং শাড়িতে, মজে

বসন্ত বরণে। 

                                                                 

          


মো. সুমন মিয়া